ইংলিশ লিগের এবারের মৌসুম শুরুর আগেই ট্রফি জিতে নিল চেলসি। দলের এমন অর্জনে খুশি মরিসিও পচেত্তিনো। এতে চেলসি কর্তৃপক্ষের আস্থার প্রতিদান দেওয়া শুরু করলেন আর্জেন্টাইন এ কোচ।
রোববার (৩০ জুলাই) রাতে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ সামার সিরিজের শিরোপা জিতেছে চেলসি।
এদিকে, পচেত্তিনো চেলসির দায়িত্ব নেয়ার পর থেকেই যে উড়ছে ক্লাবটি! প্রাক মৌসুমে টানা চার জয় দিচ্ছে নতুন সম্ভাবনার খবর।
ফুলহ্যামের বিপক্ষে মাত্র ২০ মিনিটেই এগিয়ে যায় চেলসি। বেন চিলউইলের কর্নার থেকে দুর্দান্ত এক হেড স্কোর করেন থিয়াগো সিলভা। আর তাতে এগিয়ে যায় চেলসি।
৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনকুকু। ২ গোলের লিড় নিয়েই বিরতিতে যায় ব্লুজরা।
তবে গোল খেলেও দমে যায়নি ফুলহ্যাম। আক্রমণে গতি ছিল তাদেরও। কিন্তু উইলিয়ান-কার্লোসদের চেষ্টাগুলো আটকে যায় ব্লুজ ডিফেন্স লাইনে। স্লোনিনাকে কোনোভাবেই বোকা বানাতে পারেনি মার্কো সিলভার শিষ্যরা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।