ইংল্যান্ডের এফ এ কাপ ফুটবলের তৃতীয় রাউন্ডে চেলসি ও প্রেস্টনের ম্যাচে প্রথমার্থে কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে চার চারটি গোল হয় এবং তার সবগুলোই করেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে এই ম্যাচে শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে লন্ডনের ক্লাবটি।
৫৮ মিনিটে লেফট উইঙ্গার মালো গুস্তোর ক্রস থেকে দুর্দান্ত হেডে চেলসির গোলের সূচনা করেন আরমান্দো ব্রোজা। এর আট মিনিট পর থিয়াগো সিলভা কর্নার থেকে বল পেয়ে হেডের সাহায্যে গোল সংখ্যা দ্বিগুন করেন।
ম্যাচের ৬৯ মিনিটে তৃতীয় গোলটি করেন রাহিম স্টার্লিং। তার ফ্রি-কিকের বল প্রেস্টনের গোলকিপার ফ্রেডি উডম্যানকে অসহায় করে জালে প্রবেশ করে।
এনজো ফার্নান্দেজ দলের চতুর্থ গোলটি করেন ৮৫ মিনিটের সময়। অবশ্য প্রথমে রেফারি তার গোল অফসাইডের অজুহাতে বাতিল করেন। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তা চেক করেন এবং গোল হয়েছে বলে ঘোষণা দেন।
প্রেস্টন ম্যাচের প্রথমার্ধে যেভাবে সমানে সমানে লড়াই করেছে। কিছু কিছু সুযোগও তৈরি করে গোল করার। তবে তারা দ্বিতীয়ার্ধে একেবারেই খেই হারিয়ে ফেলে এবং বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।