২০২২-২৩ মৌসুমের দলবদল শেষ। এরপরও মেডিকেল করতে চেলসির ঘরের মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে এসেছিলেন ক্রিস্টোফার এনকুনকু। আরবি লাইপজিগ থেকে ২০২৩-২৪ মৌসুমে চেলসিতে যোগ দেবেন।
জার্মান ক্লাবটি থেকে চলতি মৌসুমেই চেলসিতে যোগ দেওয়ার জোর গুঞ্জন উঠেছিল। শেষ পর্যন্ত তার আর চেলসিতে যোগ দেওয়া হয়নি। দলবদলের সময় পার হলেও কথাবার্তা চালিয়েছে চেলসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের জুনে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিবেন তিনি।
এই চুক্তি অনুযায়ী এনকুনকুকে কিনতে চেলসিকে খরচ করতে হবে ৫৩ মিলিয়ন ইউরো। কত দিনের চুক্তিতে ক্লাবটিতে আসবেন তা অবশ্য এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ২০২৬ সাল পর্যন্ত থাকবে এই চুক্তি।
চেলসি ছাড়াও তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। শেষ পর্যন্ত টড বোয়েলির ক্লাবই হচ্ছে এনকুনকুর শেষ ঠিকানা।
ক্রিস্টোফার এনকুনকু ছাড়াও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে ডেকলাইন রাইস ও বরুসিয়া ডর্টমুন্ডের জুডে বেলিংহামকে কেনার আগ্রহ প্রকাশ করেছে চেলসি। তাদেরকে দলে নিতেও কাজ শুরু করেছে ক্লাবটি।