চেলসির দায়িত্ব নেওয়ার পর থেকেই দেন চরম বিপদে আছেন গ্রাহাম পটার। তার অধীনে একের পর এক ম্যাচ হারতেই আছে ইংলিশ ক্লাবটি। বেশ আগে থেকেই সমর্থকদের রোষানলে ছিলেন তিনি। তবে এবার রীতিমতো হত্যার হুমকি পেয়েছেন পটার।
সর্বশেষ ১৪ ম্যাচের মধ্যে মাত্র দুই জয় পাওয়ার চেলসির ব্যর্থতার জন্য সমর্থকরা দায়ী করছেন পটারকে। তবে তিনি অবশ্য চেলসির বিপর্যয়ে কোনো দায় নিতেই রাজি নয়। আর সেটাই যেন সমর্থকদের রাগ আরও বাড়িয়ে দিয়েছে। শুধু পটার নয় তার সন্তানদের হত্যার হুমকি দিয়েছেন সমর্থকরা।
পুরো ঘটনার আতঙ্কিত হয়ে পড়েছেন পটার। হত্যার হুমকি নিয়ে পটার বলেন, “আমি মেইলে এমন বার্তা পেয়েছি, যা ভালো কিছু নয়। সেটা হচ্ছে, আমার মৃত্যু চাওয়া, আমার সন্তানদের মৃত্যু চাওয়া। এমন কিছু পাওয়া নিশ্চয় আনন্দের ব্যাপার নয়।”
তিনি আরও বলেন, “আপনারা আমার পরিবারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আমার এবং তাদের জন্য জীবন কেমন? একেবারেই ভালো কিছু নয়। যদি আপনি কাজে যান এবং কেউ আপনাকে নিয়ে গালিগালাজ করে, সেটা নিশ্চয় আনন্দের কিছু হওয়ার কথা নয়।”
তবে নিজে যে চাপে রয়েছেন সেটা অবশ্য স্বীকার করেছেন পটার। কিন্তু তার এই চাপের জন্য মিডিয়াকে দায় দিয়েছেন এই চেলসি বস।
“গত চার মাস ধরেই আমরা বেশ প্রেশারে আছি। যার পেছনে মিডিয়ারও হাত রয়েছে। কিন্তু এটা মোটেই সহজ ব্যাপার নয়। আপনার পরিবার ভুগছে। আপনার মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিত্বও এতে ক্ষতিগ্রস্ত হয়” যোগ করেন পটার।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে চেলসির জায়গা হয়েছে টেবিলের তলানীতে। ২৩ ম্যাচে মাত্র আট জয়ে ১০ নম্বরে জায়গা হয়েছে লন্ডনের ক্লাবটির। এমনি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগেও হেরেছেন তারা।