• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আচমকা সিরিজের মাঝপথে ভারতীয় দলে পরিবর্তন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৩:০৮ পিএম
আচমকা সিরিজের মাঝপথে ভারতীয় দলে পরিবর্তন
ওয়াশিংটন সুন্দর। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি এখন ভারত। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ভালোভাবে যায়নি স্বাগতিকদের। মাত্র ৪৬ রানে অলআউট হতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও খুব একটা সুবিধা করতে পারেনি ভারতের লম্বা ব্যাটিং লাইনআপ। তারা হেরেছে ৮ উইকেটের ব্যবধানে।

দীর্ঘ ৩৬ বছর পর ঠিকই ঘরের মাঠে হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। এরপরেই দলে নিয়ে আসা হলো ওয়াশিংটন সুন্দরকে। বৃহস্পতিবার পুনেতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

কিউইদের বিপক্ষে স্কোয়াডে ওয়াশিংটন সুন্দর যুক্ত হওয়াতে মোট স্পিনার এখন ৫ জন। যাদের মাঝে কুলদীপ যাদব ছাড়া বাকি সবাই ব্যাট হাতেও কম যান না। কিন্তু আচমকা কেন এই সিদ্ধান্ত তা নিয়েও আছে প্রশ্ন। উত্তরটা অবশ্য মিলেছে ভারতের একটি মিডিয়ায়।

মিডিয়াটির প্রতিবেদনে জানা যায়, মোট তিন কারণ সামনে রেখেই পুনে টেস্টের আগে ওয়াশিংটন সুন্দরকে ডেকে এনেছে ভারত। শুভমান গিলের ঘাড়ে হালকা ইনজুরি, ঋষভ পান্তের হাঁটুতে প্রথম টেস্টে পাওয়া আঘাত এবং লোকেশ রাহুলের বাজে ফর্ম। তিন বিবেচনায় ওয়াশিংটনই টিম ম্যানেজমেন্টের নতুন আস্থা।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের উইকেটরক্ষক ছিলেন ধ্রুব জুড়েল। পান্তের মতো না হলেও ব্যাট হাতে নেহাত মন্দ না। সরফরাজ খানের কাছ থেকে এসেছে ১৫০ রানের দারুণ এক  ইনিংস। লোকেশ রাহুলের বদলি হিসেবেই তাই ওয়াশিংটনের জায়গা হতে পারে পুনে টেস্টে।

২৫ বছর বয়েসী ওয়াশিংটন সুন্দর সবশেষ জাতীয় দলের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর থেকে ৪ টেস্টে খেলেছেন তিনি। তবে সেই বছরের পর আর কখনোই সাদা পোশাকে দেখা যায়নি তাকে। চার টেস্টে তার রান ২৬৫। আর বল হাতে পেয়েছেন ৬ উইকেট।

তবে ভারতের অন্যান্য গণমাধ্যমের ভাষ্য, অভিজ্ঞতা বিবেচনা রেখে এবং বোর্ডার গাভাস্কার ট্রফির কথা মেনে নিয়ে আরও একদফায় সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা বা কুলদীপ  যাদবের কেউ হয়ত বিশ্রাম পাবেন নভেম্বরের ব্যস্ত সূচির আগে।

Link copied!