• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তীব্র তাপপ্রবাহের কারণে ডিপিএলের সূচিতে পরিবর্তন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০২:১৭ পিএম
তীব্র তাপপ্রবাহের কারণে ডিপিএলের সূচিতে পরিবর্তন
ছবি: প্রতীকী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম পর্বের খেলা শেষ হয়েছে গত শুক্রবার । সুপার লিগে উঠেছে ছয়টি দল। তবে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে প্রথম রাউন্ডের মতো পরপর খেলা পড়েনি সুপার লিগে। সেরা ছয়ের এই লড়াই দুইদিন বিরতি দিয়েই মাঠে গড়াবে সোমবার থেকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার প্রথম দুই রাউন্ডের জন্য সূচি প্রকাশ করেছে। ২২ এপ্রিল মাঠে গড়াবে প্রথম রাউন্ডের তিন ম্যাচ। দ্বিতীয় রাউন্ড হবে ২৫ এপ্রিল।

এবারের সুপার লিগে উঠেছে– আবাহনী লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রতি রাউন্ডেই তিনটি করে ম্যাচ রয়েছে।

সোমবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী এবং প্রাইম ব্যাংক। বিকেএসপির ৩ নম্বর মাঠে লড়বে শাইনপুকুর এবং গাজী গ্রুপ। এছাড়া ফতুল্লার স্টেডিয়ামে খেলবে মোহামেডান এবং শেখ জামাল।

পরে দুইদিন বিরতি দিয়ে আবার ২৫ এপ্রিল ফতুল্লায় আবাহনী খেলবে গাজী গ্রুপের বিপক্ষে। দিনের অন্য দুই ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে শাইনপুকুর এবং শেখ জামাল। এছাড়া মিরপুরে লড়বে মোহামেডান এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এরপর অবশ্য আবারও ২৬ এবং ২৭ এপ্রিল দুইদিন বিরতি রয়েছে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

উল্লেখ্য, একদিন বিরতি দিয়ে ৩০ এপ্রিলের মধ্যে এবারের আসর শেষ করতে চেয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। কিন্তু প্রতিকূল আবহাওয়া বিবেচনায় নিয়ে তারা নিজেদের সিদ্বান্ত বদল করেছে। প্রচণ্ড গরমের কারণে খেলোয়াড়রা ক্র্যাম্পিং ঝুঁকিতে পড়তে পারেন, তার ওপর ঘরের মাঠেই আগামী মাসের শুরুতে জিম্বাবুয়ে সিরিজ। তাই কেউ যেন ইনজুরিতে না পড়েন, সেই ঝুঁকি নেয়নি আয়োজকরা।

Link copied!