পাকিস্তান ও ভারতের রাজনৈতিক বৈরিতার কারণে আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন চরম অনিশ্চয়তায় পড়েছে। তবে এই ট্রফির বিশ্ব ভ্রমণ কিন্তু থেমে নেই। বর্তমানে ট্রফিটি বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছে। বুধবার সকাল ১০টা থেকে প্রদর্শনের কথা থাকলেও সর্বসাধারণের জন্য প্রদর্শনী শুরু হয়েছে ১১টার পর।
পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, ফটোসেশনের জন্য লাবনী পয়েন্টে আনা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রফি দেখতে তেমন ভিড় দেখা যায়নি। অনেকেরই অভিযোগ, ট্রফির প্রদর্শনীর প্রচারণা তেমন হয়নি।
এক পর্যটক বলেন, এটি দেখে প্রথমে কনসার্ট মনে করেছিলাম। কিন্তু এখানে এসে জানতে পারলাম আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি ফটোসেশনের জন্য আনা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এত বড় একটা ট্রফি প্রদর্শনী হচ্ছে অথচ তেমন কোনো আয়োজন নেই। এর চেয়ে পাড়ার খেলায় বেশি আয়োজন হয়।
বিসিবি সূত্রে জানা যায়, আজ কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। এদিনই সন্ধ্যা নাগাদ ট্রফিটি ঢাকায় ফিরিয়ে আনা হবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছায় চ্যাম্পিয়ন্স ট্রফি।