• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

উইকেটের সেঞ্চুরি, প্রথম অস্ট্রেলিয়ান জাম্পা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০৫:৫০ পিএম
উইকেটের সেঞ্চুরি,  প্রথম অস্ট্রেলিয়ান জাম্পা
অ্যাডাম জাম্পা। ছবি: সংগৃহীত

নামিবিয়ার বিপক্ষে দাপুটে এক জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। বর্তমান ওয়ানডে চ্যাম্পিয়নরা কেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিট সেটি আরেকবার প্রমাণ করলো।

বুধবার অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নামিবিয়াকে মাত্র ৭২ রানে অলআউট করে দিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে বোলিং নিলে অ্যাডাম জাম্পাসহ অজি বোলারদের দাপটে ক্রিজে টিকতে পারেনি নামিবিয়ানরা।

জামপা মাত্র ১২ রান খরচ করে একাই নেন ৪ উইকেট। এর ফলে প্রথম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই লেগস্পিনার।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৩ বছর বয়সে জাম্পার যাত্রা শুরু হয়, আসরটি অনুষ্ঠিত হয়েছিল ভারতে। ২০২১ সালের আসরে জাম্পা ৭ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে ওই আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী  হয়েছিলেন।

৭৩ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫.৪ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। এর ফলে সুপার এইটও নিশ্চিত করে ফেলেছে মিচেল মার্শের দল।

Link copied!