• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজা চার্লসকে হ্যান্ডশেক করা শেখালেন ক্যারিবিয় ক্রিকেটাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০৬:৩১ পিএম
রাজা চার্লসকে হ্যান্ডশেক করা শেখালেন ক্যারিবিয় ক্রিকেটাররা
ইংল্যান্ডের রাজা চার্লসের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে সে দেশে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। বুধবার থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট। তার আগে ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে বাকিংহ্যাম প্যালেসে গিয়েছিল ক্যারিবিয় দল। সেখানে ওই খেলোয়াড়দের হ্যান্ডশেকের (হাত মেলানো) নতুন কায়দা শিখলেন রাজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে রাজা চার্লসকে বিশেষ ভঙ্গিতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জেরেমিয়া লুইসের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার কেমার রোচ চোট পাওয়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন লুইস। গোটা দলের সঙ্গে ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চার্লস।

কিছু দিন আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় বেরিল। সেই ঘূর্ণিঝড়ে বার্বাডোজে আটকে পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলও। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কাছ থেকে ঘূর্ণিঝড়ের খবর নেন চার্লস। তারা এবং তাদের পরিবার সুস্থ আছে কি না তা জিজ্ঞাসা করেন।

বুধবার থেকে শুরু হওয়া টেস্ট জেমস অ্যান্ডারসনের শেষ ম্যাচ। তার পরই ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।

Link copied!