• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

আকিলের বিধ্বংসী বোলিংয়ে উগান্ডাকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০৯:৪৮ এএম
আকিলের বিধ্বংসী বোলিংয়ে উগান্ডাকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
উইকেট লাভের পর আকিলকে ঘিরে ওয়েস্ট ইন্ডিজ সতীর্থরা। ছবি : সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের এক ম্যাচে দুই বারের চ্যাম্পিয়ন, অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানের বিশাল ব্যবধানে উগান্ডাকে পরাজিত করেছে। 

প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার সকালের এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে ১৭৩ রানের জবাবে উগান্ডা ৩৯ রানে অলআউট হয়। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন মাত্র ১১ রানে ৫ উইকেট নিয়ে উগান্ডার ইনিংসে ধস নামান ম্যাচসেরাও হন আকিল। 

ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে জনসন চার্লস ৪৪ ও আন্দ্রে রাসেল অপরাজিত ৩০ রান করেন। 

উগান্ডার ব্রায়ান মাসাবা ২টি উইকেট লাভ করেন।

উগান্ডার ইনিংসে জুমা মিয়াগি সর্বোচ্চ ১৩ রান করেন। আর  কেউই ডাবল ফিগারে পৌছতে পারেন নি। 

ওয়েস্ট ইন্ডিজের আকিল ছাড়াও জোসেফ ২টি উইকেট পান। 

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচে ৫ উইকেটে পাপুয়া নিউগিনিকে পরাজিত করে। আর উগান্ডা প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়ে দেয়। 

Link copied!