অপেক্ষার পালা শেষ হচ্ছে, রাত পেহালেই মাঠে গড়াচ্ছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী দিনে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। তার আগে আজ (বুধবার) অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা মিটিং করবেন। জানা গেছে, সাকিব আল হাসান-বাবর আজম-রোহিত শর্মাদের এই মিটিং শুরু হবে বিকেল ৩টায়। সেই মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে কুশলাদি বিনিময় করবেন অধিনায়করা।
এবারের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই রয়েছে আলোচনায়। একাধিকবার সূচি পরিবর্তন, ক্রিকেটার ও গণমাধ্যমকর্মীদের ভিসা জটিলতা, পাকিস্তান দলের ভেন্যু নিয়ে আপত্তি-সব মিলিয়ে বিশ্বকাপ শুরু আগ থেকেই সমালোচনায় বিদ্ধ ভারত।
এ নিয়ে চতুর্থবার বিশ্বকাপের স্বাগতিক হচ্ছে ভারত। জৌলুসপূর্ণ আয়োজন, ব্যাপকতা আর ব্যপ্তিতে অন্য আসরগুলোকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। কিন্তু শুরুতেই গলদ। শোনা গিয়েছিলো উদ্বোধনীতে বিশ্বকে চমকে দিবে তারা। বলিউডের রথী-মহারথীরা তো থাকবেনই, উপস্থাপন করা হবে ভারতের হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যও। আরজিৎ সিং, শ্রেয়া ঘোষাল কিংবা আশা ভোসলের সুরের মূর্চ্ছনায় হারিয়ে যাবেন শতকোটি দর্শক। কিন্তু কীসের কী!
বৃহস্পতিবার আহমেদাবাদে ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচের আগ দিন অর্থাৎ বুধবার বর্ণময় এই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশ্বকে চমকে দিতে পুরো বিষয়টি নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রেখেছিলেন আয়োজকরা। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী এসবের কিছুই নাকি হচ্ছে না।
এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার লক্ষ্যে ম্যাচ ভেন্যু ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ দল। অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই সেখানে পা রাখে তারা। ক্যাপ্টেন্স মিটে অংশ নেয়ার লক্ষ্যে টাইগারদের অধিনায়ক ছুটে গেছেন আহমেদাবাদে। সেই অনুষ্ঠান শেষে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।