• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্বাসরুদ্ধকর জয় ক্যামেরুনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০২:৫৪ পিএম
শ্বাসরুদ্ধকর জয় ক্যামেরুনের
ইনজুরি সময়ে গোলের পর এভাবেই আনন্দ প্রকাশ করে ক্যামেরুনের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

মঙ্গলবার রাতে বিদায় নিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন আলজেরিয়া ও শক্তিশালী ঘানা। অল্পের জন্য ঘানা-আলজেরিয়ার মতো একই অবস্থায় পড়তে হয়নি শক্তিশালী ফুটবল দল ক্যামেরুনের। আফ্রিকান নেসনস কাপে  দারুণ নাটকীয়তার পর গাম্বিয়াকে ৩-২ গোলে হারায় ক্যামেরুন। এই জয়ে শেষ ষোলতে পৌঁছে যায় ক্যামেরুন।

গ্রুপ ‘সি’র রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে ওঠেছে ক্যামেরুন। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে ছাড়াই ম্যাচটি খেলেছে ক্যামেরুন। আগের ম্যাচের বাজে খেলার কারণে বাদ পড়েন তিনি। ম্যাচটিতে ক্যামেরুনের গোলপোস্ট আগলেছেন ওনানার জ্ঞাতি ভাই ফ্যাব্রিস ওন্দোয়া। 

শ্বাসরুদ্ধকর ম্যাচে সব কটি গোল হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। ৫৬ মিনিটে গোল করেন ক্যামেরুনের তোকো একাম্বি। এরপর ৭২ ও ৮৫ মিনিটে দুই গোল করে শেষ ষোলোর স্বপ্ন দেখতে শুরু করে গাম্বিয়ানরা। কিন্তু ৮৭ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ক্যামেরুন। এরপর যোগ করা সময়ে করা ক্রিস্টোফার উ’র গোলে শেষ ষোলোতে নিশ্চিত করে ক্যামেরুন।
 

Link copied!