• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবিশ্বাস্য সেঞ্চুরিতে রাজস্থানকে জেতালেন বাটলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৩:৫৬ পিএম
অবিশ্বাস্য সেঞ্চুরিতে রাজস্থানকে জেতালেন বাটলার
দলকে জিতিয়ে বিশেষ উদযাপন বাটলারের। ছবি : সংগৃহীত

জস বাটলার জোশ তুললেন ইডেন গার্ডেন্সে। শেষ দুই ওভারে জয়ের জন্য দলের দরকার ২৮ রান, সেঞ্চুরির জন্য বাটলারের ২১। দুটি লক্ষ্যই তিনি ছুঁয়ে ফেললেন অবিশ্বাস্য ব্যাটিংয়ে। তার নৈপুণ্যে রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ২ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস।

মঙ্গলবার কলকাতার ৬ উইকেটে ২২৩ রানের জবাবে  রাজস্থান ৮ উইকেটে ২২৪ রান করে একেবারেই শেষ বলে।  

ইংল্যান্ডের বাটলার ৯ চার ও ৬ ছক্কায় ৬০ বলে অপরাজিত ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।  

চলতি আসরে বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি এটি। এরআগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি।

বিফলে গেল কলকাতার সুনিল নারাইনের ঝড়ো সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৫৬ বলে ১৩টি চার ও ৬টি ছক্কায় ১০৯ রান করেন এই ক্যারিবিয়ান।

রান তাড়ায় রাজস্থানের এক প্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত। আরেক প্রান্ত ধরে রাখেন বাটলার। রিয়ন পারাগ ১৪ বলে ৩৪, রভম্যান পাওয়েল ১৩ বলে ২৬ এবং জশওয়াল ৯ বলে ১৯ রান করে আউট হন।

১৯তম ওভারে হার্শিত প্যাটেলকে দুটি ছক্কা ও একটি চারে মোট ১৯ রান নেন বাটলার।

শেষ ওভারে চাই ৯। বরুণের প্রথম বল ছক্কায় উড়িয়ে বাটলার সেঞ্চুরি পূর্ণ করেন ৫৫ বলে। পরের তিন বলে কোনো রান নেননি। পঞ্চম বলে দুই রান নিয়ে স্কোর সমান করেন। আর শেষ বল মিডউইকেটে পাঠিয়ে এক রান নিয়ে জয় নিশ্চিত করেন।

কলকাতার হার্শিত রানা, নারাইন ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট লাভ করেন।

এরআগে, কলকাতার ইনিংসে নারাইনের সেঞ্চুরি ছাড়াও রঘুভাংসি ৩০, রিংকু সিং ২০ ও আন্দ্রে রাসেল ১৩ রান করেন।  

রাজস্থানের বোলারদের মধ্যে আভেশ খান ও কুলদ্বীপ যাদব ২টি করে উইকেট পান।

Link copied!