বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গত আসরের রার্নাস আপ নিউজিল্যান্ডের কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে ইংলিশরা। ৯ উইকেটের বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে জস বাটলারের দল। এতে ইংল্যান্ড পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে। নিচে থেকে উপরে উঠার প্রত্যয় নিয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) টাইগারদের বিপক্ষে ধর্মশালায় খেলতে নামছে ইংল্যান্ড।
দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ করছেন অধিনায়ক বাটলার। ম্যাচের আগে টাইগারদের প্রশংসা ঝড়লো ইংলিশ অধিনায়কের কন্ঠ থেতে। সেই সঙ্গে প্রতিপক্ষকে সম্মান জানাতে ভুল করেননি তিনি। প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানদের হারিয়ে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। বাটলার বললেন, “না, একদমই না। তাদের বিপক্ষে দারুণ কিছু ম্যাচ ছিল আমাদের। তারা অনেক ভালো দল। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি যাদের বিপক্ষে খেলি। বিশ্বকাপের ম্যাচে আপনি কঠিন প্রতিপক্ষ ও সূচিই প্রত্যাশা করবেন।”
গত ম্যাচের চেয়ে ভাল খেলার প্রত্যয় ফুটে উঠেছে বাটলারের কণ্ঠে, “দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো।”
এবারের বিশ্বকাপে অবশ্য বাংলাদেশের শুরুটা ইংল্যান্ডের চেয়ে ভালো হয়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়ে মানসিকভাবে চাঙা আছে তারা। আরেকদিকে ইংল্যান্ড ৯ উইকেটে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। পরিস্থিতিটা নিশ্চয়ই আদর্শ নয়?
বাটলারের জবাবে বলেন, “দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো। আগামীকাল ভালো পারফরম্যান্স করার প্রত্যাশায় আছি। কয়েকদিন ভালো প্রস্তুতি হয়েছে। সবাই মরিয়া হয়ে আছে ভালো পারফরম্যান্স করতে। দলের মধ্যে বেশ ক্ষুধাও আছে। মাঠে ফিরতে তারা রোমাঞ্চিত।