• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ব্রডের বোলিং তোপে নাজেহাল আইরিশ শিবির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৯:০৩ পিএম
ব্রডের বোলিং তোপে নাজেহাল আইরিশ শিবির

অ্যাশেজ সিরিজের আগে একমাত্র টেস্ট খেলছে ইংল্যান্ড। লর্ডসে টসে জিতে বল করার সিদ্ধান্ত ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। অধিনায়কের সিদ্ধান্ত যে ঠিক ছিল তা প্রমাণ করেছেন দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ। পেসারদের বোলিং তোপে এখন পর্যন্ত সফরকারী আয়ারল্যান্ডের সংগ্রহ সাত উইকেট হারিয়ে ১৬২ রান।

ম্যাচের শুরুতেই ব্রড আর পটসের বোলিং তোপে পড়ে আইরিশ ব্যাটাররা। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে উইকেট কিপার পিটার মুরকে এলবিউডব্লিউয়ের ফাঁদে ফেলেন ব্রড। ১০ রান করে বিদায় নেন এই উইকেট কিপার। এরপর ষষ্ঠ ওভারের প্রথম বলে ব্রডের শিকার হন অ্যান্ড্রু বালবির্নি। শুন্য রানে ফেরেন আইরিশ অধিনায়ক।  একই ওভারের তৃতীয় টেক্টরের উইকেট তুলে নেন ব্রড। রানের খাতা না খুলেই ফেরেন এই ব্যাটার। ম্যাচে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন পল স্টারলিং। তবে লিচের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দেওয়ার পাঁচ চারের সাহায্যে ৩০ রান করেন। ম্যাককালাম ম্যাচের হাল ধরার চেষ্টা করেন। তবে ৩৬ রান করেই ফিরতে হয় এই ওপেনারকে। তাকে ফেরান সেই ব্রডই। এবার পটসের শিকার হন ১৯ রানে ব্যাট করা অ্যান্ডি ম্যাক্রিন।

ম্যাচে এখন পর্যন্ত ৩২ রান করে ক্রিজে আছেন কর্টিস ক্যাম্পার ও মার্ক অ্যাডায়ার।

৪১ রানের বিনিময়ে ৪ উইকেট স্টুয়ার্ট ব্রড। দুটি নুইকেট নেন লিচ, একটি উইকেট নিয়েছেন পটস। 

Link copied!