• ঢাকা
  • রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

পাকিস্তানের মাটিতে ইতিহাসের সংক্ষিপ্ত টেস্ট, হারল ওয়েস্ট ইন্ডিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৪:০২ পিএম
পাকিস্তানের মাটিতে ইতিহাসের সংক্ষিপ্ত টেস্ট, হারল ওয়েস্ট ইন্ডিজ
দারুণ জয়ের পর মাঠ ছাড়ছেন পাকিস্তানের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

মন্দ আবহাওয়ার জন্য প্রথম দিনে খেলা হয় মোটে ৪১.৩ ওভার। তা সত্ত্বেও আড়াই দিনে শেষ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ মুলতান টেস্ট। স্পিনারদের বিরুদ্ধে নিজেদের ব্যাটিং বেকায়দায় পড়লেও পালটা স্পিন বোলিংয়েই বাজিমাত করেন শান মাসুদরা। সিরিজের লো-স্কোরিং প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের ১২৭ রানে হারিয়েছে পাকিস্তান।

এই টেস্টে মোট খেলা হয়েছে মাত্র ১৭৭.২ ওভার। যা পাকিস্তানের মাটিতে সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট ম্যাচ।

মুলতানের ঘূর্ণি পিচে টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। পিচের পরিস্থিতি দেখে টেস্টের প্রথম ওভারে ওয়েস্ট ইন্ডিজ বল করতে পাঠায় বাঁ-হাতি স্পিনার গুড়াকেশ মোতিকে। ওয়েস্ট ইন্ডিজ পাল্টা ব্যাট করতে নামলে পাকিস্তান নতুন বল তুলে দেয় অফ-স্পিনার সাজিদ খানের হাতে। এমনকি পাকিস্তান শেষ ইনিংসে কোনও পেসারকে দিয়ে বলই করায়নি।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৩০ রানে। মুহম্মদ রিজওয়ান ৭১ ও সউদ শাকিল ৮৪ রান করেন। ৩টি উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ১৩৭ রানে। ১০ নম্বর ব্যাটার জোমেল ওয়ারিকান করেন অপরাজিত ৩১ রান। ২২ রান করেন ১১ নম্বর ব্যাটার জয়ডেন সিলস। পাকিস্তানের নোমান আলি ৫টি ও সাজিদ খান ৪টি উইকেট দখল করেন।

প্রথম ইনিংসে ৯৩ রানে এগিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৫৭ রানে। শান মাসুদ করেন ৫২ রান। জোমেল ওয়ারিকান ৭টি উইকেট দখল করেন। তিনি দুই ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট সংগ্রহ করেন।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫১ রানের। তারা ৩৬.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়।

৫৫ রানের লড়াকু ইনিংস খেলেন আলিক আথানাজে। শেষ ইনিংসে পাকিস্তানের হয়ে ৫টি উইকেট নেন সাজিদ খান। ৪টি উইকেট দখল করেন আবরার আহমেদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সাজিদ খান।

 

 

Link copied!