• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রাজিলের ৯ গোলের বিশাল জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৭:২৯ পিএম
ব্রাজিলের ৯ গোলের বিশাল জয়
ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। ছবি : সংগৃহীত

হার দিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ মিশন শুরু করেছিল ব্রাজিল। তবে এক ম্যাচ পরই ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল যুবারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলে-খেলা করেছে তারা। গোল বন্যায় ভাসিয়েছে নিউ ক্যালেডোনিয়াকে। প্রতিপক্ষের জালে তারা গুনে গুনে গোল দিয়েছে ৯টি। বিপরীতে একবারও ব্রাজিলের জালে বল জড়াতে পারেনি নিউ ক্যালেডোনিয়া। শেষ পর্যন্ত ৯-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

গোল উৎসব করেছে ব্রাজিল যুবারা।

পুরো ম্যাচের ৭৮ শতাংশ বলই ব্রাজিলের দখলে ছিল। তারা সবমিলিয়ে শট নিয়েছে ৮০টি, এর মধ্যে ২৩টি ছিল পোস্টের লক্ষ্যে। কেবল প্রথমার্ধেই ব্রাজিল ৪৭টি শট নিয়েছিল। অন্যদিকে, নিউ ক্যালেদোনিয়ার নেওয়া ৫টি শটের মাত্র ১টিই ছিল গোলের লক্ষ্যে। ব্রাজিলের দাপুটে পারফরম্যান্সের ম্যাচে তাদের গোলরক্ষককে বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি বলা চলে। 

ব্রাজিল দল।

ম্যাচের প্রথমার্ধেই ৩ বার লিড নেয় ব্রাজিল। ২৮ মিনিটে রায়ানের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ৩৯ মিনিটে উইলিয়ান। এর পাঁচ মিনিট পর  তৃতীয় গোলটি করেন সান্তোস। দ্বিতীয়ার্ধে তারা আরও আগ্রাসী হয়ে ওঠে। বিরতির পর নেমেই গোল করেন কাউয়া এলিয়াস, শেষ পর্যন্ত ৮৬ ও ৯৪ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিকই পূর্ণ করেছেন তিনি। ৫১ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেছেন রাইয়ানও। তবে ৫৫ মিনিটে ভিতর রেইস প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে যে গোলটি করেছেন, তা চোখে লেগে থাকার মতো। ১৭ বছর বয়সী একজনের পায়ে এত জোরালো শট অবিশ্বাসই জাগায়। ৬১ মিনিটে ব্রাজিলের সপ্তম গোলটি করেছেন কুনহা।

ব্রাজিলের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে।

Link copied!