• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কান্নায় ভেঙে পড়লেন রিচার্লিসন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ১০:৪৭ এএম
কান্নায় ভেঙে পড়লেন রিচার্লিসন

বিশ্বকাপের আর মাসখানেক বাকি আছে।  এরমধ্যে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ হয়ে এলো রিচার্লিসনের ইনজুরির খবর। যদিও ক্লাবে তেমন গোলের দেখা পাচ্ছেন না এই অ্যাটাকার। তবে ব্রাজিল জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলছেন এই ২৫ বছর বয়সী তারকা। 
 

ব্রাজিলিয়ান এভারটনের বিপক্ষে টটেনহ্যামের ম্যাচের দ্বিতীয়ার্ধে আঘাত পান। ম্যাচের ৫২ মিনিটে ইনজুরিতে মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাকে। তার বদলি নামেন ইয়েভেস বিসুমা। ইনজুরির কারণে চিকিৎসাও নিতে হয়েছিল। রিচার্লিসন মাঠ ছেড়ে সোজা টানেলের দিকে চলে যান।

ব্রাজিলিয়ান আশা করছেন তার আঘাত গুরুতর নয়। আগামী মাসে বিশ্বকাপের আগেই সুস্থ হওয়ার আশা করছেন তিনি। তবে এর আগে এমন ইনজুরি তাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিল দুই মাসের জন্য। ব্রাজিল জাতীয় দলে বেশ ভালো পারফর্ম্যান্সের কারণে এই তারকার বিশ্বকাপ দলে জায়গা সুনিশ্চিত। তবে আগের অনাকাঙ্ক্ষিত ইনজুরির ভোগান্তির কথা ভেবে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

রিচার্লিসন ইনজুরির বিষয়ে কথা বলার সময় বলেন, “আমার স্বপ্ন বিশ্বকাপ। এই স্বপ্ন বাস্তবায়নের কাছাকাছি আমি। জানি না কী হয়। আমি ইতিমধ্যে একই রকম ইনজুরিতে ভুগেছি। তবে আমি আশা করি খুব তাড়াতাড়ি সেরে উঠব। শেষবার যখন আমি এভারটনে ছিলাম, তখন প্রায় দুই মাস এমন ইনজুরিতে খেলার বাইরে ছিলাম।”

ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৪ নভেম্বর, প্রতিপক্ষ সার্বিয়া। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্যামেরুন ও সুইজারল্যান্ড।
 

Link copied!