কাতার বিশ্বকাপ

ব্রাজিল-ক্রোয়েশিয়া: চোখ সেমি ফাইনালে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ১২:১২ পিএম
ব্রাজিল-ক্রোয়েশিয়া: চোখ সেমি ফাইনালে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার (৯ ডিসেম্বর)। এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সোমবার শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার জালে চারবার বল জড়িয়ে ব্রাজিল তাদের দুর্দান্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছিল। ফিফার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দক্ষিণ আমেরিকান দলটি শুক্রবারের ম্যাচে দ্বাদশ স্থানে থাকা ক্রোয়েশিয়ার বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।

তবে ক্রোয়েশিয়া নিজেদের দক্ষতাসম্পন্ন দল হিসেবে প্রমাণিত করেছে। অনেক প্রতিপক্ষ তাদের কাছে হতাশ হয়েছে। ২০১৮ সালের বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে তারা জানে কিভাবে চাপের ম্যাচে ভালো খেলতে হয় এবং পারফর্ম করতে হয়।

রাশিয়ায় বিশ্বকাপের ফাইনালে যাওয়ার পথে ক্রোয়েটরা নকআউট পর্বে অতিরিক্ত সময়ে তিনটি রাউন্ড খেলেছিল। এ বছর তারা শেষ ষোলো রাউন্ডে পেনাল্টিতে জাপানকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলকে ক্রোয়েশিয়ার বিপক্ষে সতর্ক থাকতে হবে। আত্মতুষ্টিতে ভুগলেই ক্রোয়েশিয়া ব্রাজিলের ওপর চড়াও হতে পারে।

রিচার্লিসন এখন পর্যন্ত টুর্নামেন্টে ব্রাজিলের সর্বোচ্চ স্কোরার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে আরেকটি দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছেন। পিএসজি তারকা নেইমার ইনজুরি থেকে ফিরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।

আগের চার ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ব্রাজিল। শুক্রবার সেই ধারাবাহিকতা ভাঙলে ক্রোয়েশিয়া তাদের তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে। ১৯৯৮ সালে তৃতীয় স্থানে শেষ করার পর তারা ২০১৮ সালের আসরে ফাইনালিস্ট ছিল। অন্যদিকে, ব্রাজিল জিতলে নবমবারের মতো সেমিফাইনালে উঠবে তারা।

ব্রাজিল-ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ খেলবে।

Link copied!