এই মাসে ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। যদিও ফ্রান্সকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে লাতিন আমেরিকার দেশটি।
দক্ষিণ আমেরিকার প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ফেব্রুয়ারি থেকে শীর্ষস্থানে থাকা বেলজিয়ামকে সরিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছিল। কিন্তু সেলেকাওরা কোয়ার্টার ফাইনালে ব্যর্থ হলেও আর্জেন্টিনার ফলাফল তাদের ছাড়িয়ে যাওয়ার মতো যথেষ্ট ছিল না।
ব্রাজিল বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে। ক্যামেরুনের কাছে হেরেছে এবং ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরেছে।
এদিকে, আর্জেন্টিনা গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হেরেছে এবং দুবার পেনাল্টিতে জিতেছে। রোববারের ফাইনালসহ তারা স্পট কিকে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছে।
নতুন ফিফা র্যাঙ্কিং শীর্ষ ২০ দল:
১. ব্রাজিল
২. আর্জেন্টিনা
৩. ফ্রান্স
৪. বেলজিয়াম
৫. ইংল্যান্ড
৬. নেদারল্যান্ডস
৭. ক্রোয়েশিয়া
৮. ইতালি
৯. পর্তুগাল
১০. স্পেন
১১. মরক্কো
১২. সুইজারল্যান্ড
১৩. মার্কিন যুক্তরাষ্ট্র
১৪. জার্মানি
১৫ মেক্সিকো
১৬. উরুগুয়ে
১৭. কলম্বিয়া
১৮. ডেনমার্ক
১৯. সেনেগাল
২০. জাপান।