• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০৩:০৭ পিএম
নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ফুটবল বিশ্বে বর্ণবাদ বেশ আলোচিত নাম। সাম্প্রতিক সময়ে ভিনিসিয়াস জুনিয়র বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন। ব্রাজিল তাদের রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের সমর্থনে বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে দুটি আফ্রিকান দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ব্রাজিলিয়ান এফএ (সিবিএফ) শুক্রবার জানিয়েছে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৭ জুন বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে এবং তিন দিন পর লিসবনে সেনেগালের মুখোমুখি হবে।

এই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। স্কোয়াডে নেই দলের গুরুত্বপূর্ণ সদস্য নেইমার। ইনজুরির কারণে তাকে দলে রাখেননি কোচ। এছাড়া জাতীয় দলের নিয়মিত কয়েকজন সদস্যের জায়গা হয়নি এই দলে, এসেছে কিছু নতুন মুখও।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক

অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভেরটন।

রক্ষণভাগ

ইভানেজ, এডার মিলিতাও, মারকুইনোস, নিনো, দানিলো, ভ্যান্ডারসন, অ্যালেক্স তেলেস, আইরতন লুকাস।

মিডফিল্ডার

আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন।

আক্রণভাগ

লুকাস পাকুয়েতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি ও ভিনিসিয়াস জুনিয়র।

Link copied!