• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ব্রাজিল হারলো বাহামাসের কাছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৪:৪৭ পিএম
ব্রাজিল হারলো বাহামাসের কাছে
আউটের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন ব্রাজিলের এক ব্যাটার । ছবি : সংগৃহীত

পাঁচবারের বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির নাম শুনলেই সকলের চোখের সামনে ভেসে উঠে পেলে, রোনালডিনহো, জিকো, সক্রেটিস, রোনালদো নাজারিও, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রদের নাম। যাদের পায়ে বল যাওয়া মানেই প্রতিপক্ষের গোলমুখে আতঙ্ক সৃষ্টি। কিন্তু না। এবার ফুটবলে নয়, দেশটি আলাদা ভূমিকায় মাঠে আবির্ভূত হয়েছে। তারা ২২ গজে ব্যাট-বলের ক্রিকেটে মাঠে নামে। তবে ফুটবল আর ক্রিকেট যে এক নয়, সেটা বেশ ভালোভাবেই বুঝলো পেলে-নেইমারের দেশটি।   ক্রিকেট ম্যাচে বাহামাসের কাছে ২৬ রানে হেরেছে ব্রাজিল।  

শুক্রবার থেমে মাঠে গড়ায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্ব। যেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলসহ মোট ৯টি দল অংশগ্রহণ করছে। এই বাছাইপর্ব থেকে শীর্ষ তিনটি দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে।

ফুটবলের দেশ ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাহামাসের। সেখানে আগে ব্যাট করে বাহামাস নির্ধারিত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস উপহার দেন রুডলফ ফক্স। ব্রাজিলের হয়ে বল হাতে লুরি সিমাও ২ উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে ব্রাজিল নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো। বাহামাসের হয়ে কেরভন হিন্দস ৩টি, মার্ক টেইলর ও ফেসটুস বেন ২টি করে উইকেট লাভ করেন।

দিনের অন্য ম্যাচে বারমুডার মুখোমুখি হওয়ার কথা ছিল ম্যারাডোনা- মেসিদের দেশ আর্জেন্টিনার। কিন্তু ম্যাচটি বাতিল হয়ে যায়।

উল্লেখ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেললেও, এই খেলাটি সেখানে তেমন জনপ্রিয়তা লাভ করেনি। তবে ২০১৮ সালে আইসিসি তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেয়, যার ফলে এই দুই দেশও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মঞ্চে নিজেদের জায়গা পায়।

Link copied!