আগের ম্যচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পর এবার নিজেদের মাটিতে উরুগুয়ের বিপক্ষে জয়ের আশা নিয়ে নেমেছিল পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু বিশ্বকাপ ফুটবলের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে জয় তো দূরের কথা, ভাগ্যক্রমে পরাজয় থেকে রক্ষা পেল সেলেসাওরা।
ম্যাচের ৫৫ মিনিটে ভালভার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। বিপুলসংখ্যক স্বাগতিক দর্শকরা স্তব্ধ হয়ে যায়। তবে ৭ মিনিট পরই গোল করে সমতা আনেন ব্রাজিল দলের আলসন। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
এই ড্রয়ের ফলে ব্রাজিল পয়েন্ট তালিকায় চার থেকে পাঁচে নেমে গেল। তাদের এ পর্যন্ত সংগ্রহ ১৮ পয়েন্ট। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলাম্বিয়া। ১৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে রয়েছে ভেনেজুয়েলা।
বিশ্বকাপের মূলপর্বে ওঠার জন্য ব্রাজিলকে এখন কঠিন লড়াই করতে হবে।