• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
কোপা আমেরিকা

টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায়, সেমিতে উরুগুয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৯:৫৭ এএম
টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায়, সেমিতে উরুগুয়ে
ব্রাজিলের রক্ষনভাগে উরুগুয়ের আক্রমণ। ছবি: সংগৃহীত

উরুগুয়ের প্রথম পেনাল্টি নিতে এলেন ফেদে ভালভার্দে। ঠিক দিকে ঝাঁপ দিলেও ঠেকাতে পারেননি আলিসন। ব্রাজিলের হয়ে শট নিতে এসে মিলিতাও পারলেন না, গোলরক্ষকেরর গ্লাভসেই মারলেন বল। মাঝে পেরেইরা পারলেও দগলাস লুইজ মারলেন পোস্টে। ওদিকে উরুগুয়ে তিনটি শটই রেখেছে লক্ষ্যে।

চতুর্থ শটটি লক্ষ্যে থাকলেই জয় উরুগুয়ের। কিন্তু হোসে হিমেনেস গোলকিপার আলিসনের নাগালেই শট মারায় টিকে থাকল ব্রাজিল। মার্তিনেল্লি নিজের কাজটা করলেও পরের শটে উরুগুয়ের উগার্তে ঠিকই গোল করলেন। ব্রাজিল তাই আর পরের শট নেওয়ার সুযোগই পেল না। 

মূলত টাইব্রেকারের স্নায়ুচাপ সামলাতে পারেনি ব্রাজিল। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের ছন্দ খুঁজে ফেরা দলটি লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামেও ভিন্ন কিছু করতে পারেনি। দরিভাল জুনিয়র অল্প সময়ে দলটিকে গুছিয়ে তোলার আভাস দিলেও, ফিনিশিং ও মাঝমাঠে তাদের দুর্বলতা টের পাওয়া গেছে হাড়ে হাড়ে। যার সমাপ্তি ঘটিয়ে টাইব্রেকারে উরুগুয়ে জিতেছে ৪-২ গোলে। কোপা আমেরিকা থেকে বিদায় নিল ব্রাজিল।   

নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হয়েছিল গোলশুন্য ড্রতে। অথচ ৭৩ মিনিটে মনে হয়েছিল ব্রাজিল বোধহয় সেমিফাইনালের পথে এগিয়ে গেছে। ম্যাচ বদলে দেওয়ার ভূমিকা নেওয়ার কথা ছিল রদ্রিগোর। ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিতে যে দলের আক্রমণের প্রাণ হওয়ার কথা ছিল তাঁরই।

বল নিয়ে মাঝমাঠের একটু উপরে ড্রিবল করছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তাঁকে আটকাতে স্লাইডিং ট্যাকল করলেন নাহিতান নান্দেস। ম্যাচজুড়েই এমন মল্লযুদ্ধ হওয়ায় সে ট্যাকল নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি রেফারি। শুধু হলুদ কার্ড দেখিয়েছিলেন এরেরা।

কিন্তু ভিএআর তাকে আবার দেখতে বলল ফাউলটা। এবং রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখালেন আর্জেন্টাইন রেফারি। মুহূর্তেই ম্যাচের দৃশ্যপট বদলে গেল। এর আগে খেলা বা মারামারি-সবকিছুতেই সমতা থাকলেও এবার ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা বুঝে নিল ব্রাজিল।

৭৪ মিনিটে নাহিতান নান্দেজ লাল কার্ড দেখলে উরুগুয়ে ১০ জনের দলে পরিণত হয়। তবু তারা দমে যায়নি। প্রেসিং ফুটবল খেলতে গিয়ে উরুগুয়ে একের পর এক ফাউল করেছে। ওদিকে প্রেসিংয়ের জবাবে পায়ে বল রাখার মতো ফুটবলারের অভাবে ভুগেছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণ ছিল ছন্নছাড়া।

এন্দরিক ডি-বক্সের বাইরে বেশ কয়েকটি ফাউল আদায় করে ফ্রি কিক এনে দিলেও রাফিনিয়া সেগুলো কাজে লাগাতে পারেননি। রদ্রিগোকেও ৭৩ মিনিটের লাল কার্ড আদায়ের আগে খুব একটা দেখা যায়নি। ২০ মিনিট বাড়তি একজন নিয়েও অবশ্য লাভ হয়নি ব্রাজিলের। বলের দখল বুঝে নিলেও গোল করা হয়নি তাদের। গোল করবে কী, বল নিয়ে ডি-বক্সেই ঢুকতে পারেনি তারা।

পুরো ম্যাচেই অবশ্য দুই দল বক্সের বাইরেই সময় কাটিয়েছে। এক ঘণ্টা কেটে যাওয়ার পরও বক্সে দুই দল স্পর্শ করেছে মাত্র ১৪ বার। এর মধ্যে একটিতেই শুধু গোলের ভালো সুযোগ ছিল। কিন্তু ফাঁকায় বল পেয়েও প্রথমার্ধে হেড করে বলটা লক্ষ্যে রাখতে পারেননি দারউইন নুনিয়েস।      

 

Link copied!