গত রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ভয়ঙ্কর সুন্দর ফুটবল খেলে পুরো বিশ্বেই প্রশংসিত হচ্ছেন নেইমার-রিচার্লিসনরা। কোরিয়ার বিপক্ষে এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়েছে ব্রাজিল।
একমাত্র দল হিসেবে বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়া ব্রাজিলের এখন বিশ্বকাপ গোলের সংখ্যা ২৩৬। বিশ্বকাপে সেলেসাওদের চেয়ে বেশি গোল করতে পারেনি কোনো দল।
এর আগে, এই রেকর্ড ছিল জার্মানির দখলে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপের মঞ্চে করা গোলের সংখ্যা ছিল ২৩২। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে ভিনিশিয়াস জুনিয়রের গোলে জার্মানির রেকর্ড ভেঙে চূড়ায় উঠেছিল ব্রাজিল। একই ম্যাচে আরও তিন গোল করে নিজেদের রেকর্ড আরও বাড়িয়ে নিলো তারা।
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার তালিকায় আর্জেন্টিনার অবস্থান তিন নম্বরে। বিশ্ব মঞ্চে লিওনেল মেসির দল গোল করেছে ১৪৪টি। এছাড়া ১২৯ গোল নিয়ে এই তালিকায় চার নম্বরে রয়েছে ফ্রান্স। এবার আসরে সুযোগ না পাওয়া ইতালির গোল ১২৮টি।