একই দিনে হারল ব্রাজিল ও আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:০৮ পিএম
একই দিনে হারল ব্রাজিল ও আর্জেন্টিনা
আর্জেন্টিনা ও ব্রাজিলের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা এ পর্যন্ত ২২ বার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ব্রাজিল ৫ বার এবং আর্জেন্টিনা ৩ বার শিরোপা জিতেছে। এই দুই দেশ মিলে মোট শিরোপার এক-তৃতীয়াংশেরও বেশি অর্জন করেছে।

তাই দেশ দুটির নাম আসলেই ফুটবলের কারুকার্যের কথা মনে পড়ে যায় সকলের। সকলের চোখের সামনে ভেসে উঠে লিওনেল মেসি, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, আলভারেজদের ছবি, তাদের মাঠ কাঁপানোর দৃশ্য। তবে এবার এই দুটি দেশ এবার আলাদা ভূমিকায় মাঠে আবির্ভূত হয়েছে। তারা খেলছে ক্রিকেট।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে চলছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে রোববার নিজ নিজ ম্যাচে মাঠে নামে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের জন্যই ম্যাচ ছিল বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু দুই দলের কেউই জিততে পারেনি নিজেদের ম্যাচে।

নিজেদের সপ্তম ম্যাচে খেলতে নামে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কেইম্যান দ্বীপপুঞ্জ।

ম্যাচে নির্ধারীত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান করে কেইম্যান দ্বীপপুঞ্জ। ১১৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে ৯৪ রানেই গুটিয়ে যায় আর্জেন্টিনা ক্রিকেট দল। এতে ২২ রানের জয় পায় কেইম্যান।

একই প্রতিযোগিতায় নিজেদের সপ্তম ম্যাচে খেলতে নামে ব্রাজিল। হলুদ জার্সিধারীরা মুখোমুখি হয় বেলিজের। ম্যাচে আগে ব্যাট করে ১৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২০ রান করে ব্রাজিল। জবাবে ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বেলিজ।

বাছাই পর্বে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে ৪ জয়ের বিপরীতে তারা হেরেছে  দুই ম্যাচে। আর্জেন্টিনার বাকি ম্যাচটি অবশ্য মাঠে গড়ায়নি। বাতিল হয়েছে। সাত ম্যাচ থেকে নয় পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে তারা। অন্যদিকে ব্রাজিলও ম্যাচ খেলেছে সাতটি। যেখানে ২ জয়ের বিপরীতে পাঁচ ম্যাচে হেরেছে সেলেসাওরা। সাত ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ৯ দলের এই আসরে পয়েন্ট তালিকার আটে আছে তারা।

 

 

 

Link copied!