• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিপিএল: প্লে অফে কে কার মুখোমুখি?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০১:০৯ এএম
বিপিএল: প্লে অফে কে কার মুখোমুখি?

শেষ হয়েছে রবিন রাউন্ডের খেলা। এবার পালা কোয়ালিফায়ার ও এলিমিনেটর। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে টেবিলের শীর্ষে থেকে সবার আগে প্লেঅফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে মাত্র দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এছাড়া ১২ ম্যাচে সিলেটের সমান ৯ জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। তবে রান রেটে পিছিয়ে থাকায় তাদের জায়গা হয়েছে টেবিলের দুই নম্বরে। অন্যদিকে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স। আর সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাকিব আল হাসানের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলে নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল মোকাবেলা করবে এলিমিনেটর ম্যাচ। সেক্ষেত্রে এবারের আসরে এই ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।

সূচি অনুযায়ী  ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ১.৩০ মিনিটে। এই ম্যাচে হারলেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে সেই দলের। অন্যদিকে ফাইনালে উঠতে জয়ী দলকে খেলতে হবে প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী দলের সঙ্গে।

একই দিনে অনুষ্ঠিত হবে  প্রথম কোয়ালিফায়ার। যেখানে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের প্রথম দুই দল। সেক্ষেত্রে এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সুচী অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬.৩০ মিনিটে। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। অন্যদিকে পরাজিত দল আরও একটি সুযোগ পাবে ফাইনালে যাওয়ার। সেক্ষেত্রে পরাজিত দলকে খেলতে হবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।

দ্বিতীয় কোয়ালিফায়ার, অর্থাৎ যেখানে এলিমিনেটর জয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল মুখোমুখি হবে। সূচী অনুযায়ী ম্যাচটি মাঠে গড়াবে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

এরপর প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ফাইনালে মাঠে নামবে দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী দলের বিপক্ষে। ফাইনাল মাঠে গড়াবে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!