• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বিপিএল এখন বন্দর নগরীতে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ১২:২৫ এএম
বিপিএল এখন বন্দর নগরীতে

নানা বিতর্ক পিছনে ফেলে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। চার দিনে আট ম্যাচে সম্পূর্ণ হয়েছে ঢাকার প্রথম পর্ব। হাই-স্কোরিং ম্যাচ, দুর্দান্ত দুই সেঞ্চুরি ও স্থানীয়দের দারুণ পারফর্মেন্সে জমে উঠেছে বিপিএলের চলতি আসর।

ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল এখন বন্দর নগরী চট্টগ্রামে। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ১২টি ম্যাচ। শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্থানীয় দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। দুই দলই প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে দুর্দান্তভাবে ফিরে এসেছে।

প্রথম দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এরপর ১৩ ও ১৪ জানুয়ারি সবমিলিয়ে টানা তিনদিনে ছয় খেলা মাঠে গড়ানোর পর ১৫ জানুয়ারি বিরতি থাকবে।

একদিন বিরতি দিয়ে ১৬ ও ১৭ জানুয়ারি মাঠে গড়াবে আরও চার ম্যাচ। এরপর ১৮ জানুয়ারি আবারও বিরতি থাকার পর ১৯ ও ২০ জানুয়ারি মাঠে আরও চার ম্যাচ। ২০ জানুয়ারি দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ডমিনেটরস ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে সমাপ্ত হবে বিপিএলের এবারের চট্টগ্রাম পর্ব।

ঢাকা পর্ব শেষে সবখানেই সিলেট স্ট্রাইকার্সের জয়জয়কার। টানা চার ম্যাচ জিতে পয়েন্টি টেবিলে সবার উপরে তারা। আসরে একমাত্র তারাই অপরাজিত এখন পর্যন্ত।

আসরে এখন পর্যন্ত সিলেটের ব্যাটার তৌহিদ হৃদয়ের সংগ্রহ ৪ ম্যাচে তিন ইনিংসে তিন ফিফটিতে ১৯৫ রান। আসরে এটাই এখন পর্যন্ত কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।

উইকেট শিকারির তালিকাতেও সিলেট সবার আগে। দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাত উইকেট নিয়ে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়া ঢাকা ডমিনেটরসের আল-আমিন হোসেনেরও সংগ্রহ সাত উইকেট। 

Link copied!