• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিপিএল ফাইনাল: সিলেটের প্রথম নাকি কুমিল্লার চার?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০১:৩১ পিএম
বিপিএল ফাইনাল: সিলেটের প্রথম নাকি কুমিল্লার চার?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথমবার ফাইনালে পা রেখেছে সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা মাঠে নামবে নিজেদের চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে। প্রথমবার ফাইনালে উঠলেও সিলেট হাড্ডাহাড্ডি লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে খেলবে। দলের অধিনায়ক মাশরাফির হাতে উঠেছে চার আসরের শিরোপা।

গ্রুপ পর্বে ১২ ম্যাচের ৯টিতে জয় নিয়ে শীর্ষস্থান ধরে রেখেই কোয়ালিফায়ারে আসে সিলেট। অন্যদিকে ১২ ম্যাচে ৯ জয় নিয়ে কোয়ালিফায়ারে আসে কুমিল্লাও। তবে কুমিল্লার শুরুটা কেটেছে হতাশায়। টানা তিন ম্যাচ হেরে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তাদের প্রথম ৩ ম্যাচে হারের পর টানা ৯ ম্যাচে জয় নিয়ে কোয়ালিফায়ারে যায় দলটি।

টানা ১০ ম্যাচে জয় নিয়ে সবার আগে ফাইনালে পা রাখে ইমরুল কায়েসের দল। সবকিছু ছাপিয়ে এবার লড়াই হবে দুই দলের দুই অধিনায়কেরও।

আগের আট আসরের ছয়বারই শিরোপা ভাগ হয়েছে এই দুই অধিনায়কের হাতে। সর্বোচ্চ চারবার মাশরাফি, দুবার পেয়েছেন ইমরুল কায়েস। মজার কথা হচ্ছে, দুজনের কেউই এখনো ফাইনালে হারেননি। তবে আজ রাতে একজনকে তো হারতেই হবে। দেখা যাক, কার মুখে ফোটে শেষ হাসি।

 

Link copied!