টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পরিসিংখ্যানের অবস্থা যাচ্ছেতাই। আর সেটা যদি হয় বিশ্বকাপের আসর তাহলে তো অবস্থা আরও বাজে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের মূলপর্বে প্রথম জয় পাওয়ার পর টানা ছয় আসরে মাঠে নামলেও দ্বিতীয় জয় পাওয়া হয়নি টাইগারদের।
অবশেষে সেই অপেক্ষা শেষ হয়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে জয় এই বিশ্বকাপকে বাংলাদেশের ইতিহাসে সেরা আসর বানিয়ে ফেলেছে। এমনকি ভারতের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচ না হারলে হয়তো সেমিফাইনালও নিশ্চিত হয়ে যেত টাইগারদের।
অথচ বিশ্বকাপ শুরু আগে যেন হারের বৃত্তেই আটকে গিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে টানা দুই হার, ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার করে হারে টাইগারদের আত্মবিশ্বাস একদম তলানিতে গিয়ে ঠেকেছিল।
এরপর এরকম বিশ্বকাপ কাটায় ক্রিকেটারদের এটা নিয়ে গর্ব করা উচিত বলে মনে করছেন দলের টেকনিক্যাক কনস্যালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।
শ্রীরাম বলেন, “ আমরা কখনোই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সুপার টুয়েলভে দুই ম্যাচ জিতিনি। এটাই বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছেলেদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত।”
ভারতের বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ব্যাটাররা হতাশ না করলে ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলতো সাকিব আল হাসানের দল। তবে শ্রীরাম বলছেন ছেলেরা এখান থেকেও শিখেছে এবং বুঝতে পেরেছে ভারতের বিপক্ষে জয় পাওয়ার সুবর্ণ সুযোগ ফসকে গেছে।
“পাঁচ রানে হারের পর ড্রেসিংরুমে সবাই খুব হতাশ ছিল। তারা বুঝতে পেরেছে, ভারতের বিপক্ষে জয়ের কতবড় সুযোগ হাতছাড়া হয়েছে। এটা তাদের জন্য বড় শিক্ষা। আমরা ভারতকে চ্যালেঞ্জ জানাতে পেরেছি, এর মানে আমরা খুব বেশি দূরে নেই” যোগ করেন শ্রীরাম।
সেমিফাইনালে বাংলাদেশের ওঠার সম্ভাবনা এখন কম হলেও কাগজে কলমে অসম্ভব নয়। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে নেদারল্যান্ডসকে এবং অবশ্যই পাকিস্তানকে হারাতে হবে টাইগারদের।
কয়েকদিন আগেই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুইবার খেলেছে বাংলাদেশ। এ ম্যাচে সে অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন শ্রীরাম।
তিনি বলেন, “আমরা সম্প্রতি নিউজিল্যান্ডে তাদের (পাকিস্তান) বিপক্ষে খেলেছি। তারা খুবই ভালো দল। দুই ম্যাচেই আমাদের জ্যের সুযোগ ছিল। আমরা দুই দলই একে অপরের শক্তিমত্তা সম্পর্কে জানি। এটা খুব ভালো ম্যাচ হবে।”