• ঢাকা
  • রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানালেন বক্সার মাইক টাইসন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৭:৩৯ পিএম
ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানালেন বক্সার মাইক টাইসন
মাইক টাইসন। ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ক্রীড়াঙ্গনের মহাতারকারা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে বিভক্ত হয়ে পড়েছেন।

বাস্কেটবল তারকা লেব্রন জেমস থেকে শুরু করে মেগান রাপিনো, বিলি জিন কিং এবং স্টিফেন কারি সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ক্রীড়া তারকা কমলা হ্যারিসের পক্ষে নির্বাচনী মাঠে নেমে সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন। ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

লেব্রন বৃহস্পতিবার একটি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বর্তমান ভাইস প্রেসিডেন্টের জন্য ভোটের আহ্বান জানিয়েছেন। ‘আমরা এখানে কী নিয়ে কথা বলছি? যখন আমি আমার বাচ্চাদের, আমার পরিবার সম্পর্কে চিন্তা করি এবং তারা কীভাবে বড় হবে, তখন আমার ভোট পরিষ্কার। কমলা হ্যারিসকে ভোট দিন’- বলেছেন লেব্রন জেমস।

অন্যান্য এনবিএ হেভিওয়েটরাও হ্যারিসকে সমর্থন করেছেন। ক্রিস পল এবং দুই আইকনিক কোচ গ্রেগ পপোভিচ ও স্টিভ কের ডেমোক্র্যাটিক সম্মেলনেও কথা বলেছেন।

তাছাড়া দুই বাস্কেটবল কিংবদন্তি করিম আবদুল জব্বার এবং ম্যাজিক জনসনও কমলা হ্যারিসের সমর্থনে কাজ করছেন।

বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের পাশে থাকা ক্রীড়া ব্যক্তিত্বের তালিকা খুব বড় নয়। তবে তাদের মধ্যে বিখ্যাত ও বিতর্কিত বক্সার মাইক টাইসন অন্যতম।  

মজার বিষয় হলো, ৫৮ বছর বয়সে টাইসন একটি লড়াইয়ের মধ্য দিয়ে রিংয়ে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। যা নভেম্বরে নেটফ্লিক্সে সাবেক ইউটিউবার এবং বর্তমান বক্সার জেক পলের বিরুদ্ধে হবে।  টাইসনের প্রতিপক্ষ ২৭ বছর বয়সী পল আবার চলতি সপ্তাহে রিপাবলিকান প্রার্থীর প্রতি তার সমর্থনও প্রকাশ করেছেন।

 

 

 

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!