লঙ্কান প্রিমিয়ার ক্রিকেট লিগে (এলপিএল) প্রথম ম্যাচেই বোলিং জাদু দেখালেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকনস দলের হয়ে রোববার মাঠে নেমেই ৪ ওভার বল করে ৩২ রানে ২টি উইকেট পেয়েছেন। দলের সবচেয়ে সফল বোলার তিনি।
যদিও ম্যাচে ক্যান্ডির (১৭৫/৭) অন্যান্য বোলারদের ব্যর্থতার কারণে তারা প্রতিপক্ষ গল মার্ভেলস (১৭৬/৪) দলের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায়।
ক্যান্ডির ৫ বোলারদের মধ্যে শরিফুলের ইকনোমি সবচেয়ে চমৎকার। তিনি গড়ে ৮ রান করে দিয়েছেন। আর বাকি চার বোলারই শরিফুলের চেয়ে অনেক বেশি রান খরচ করেছেন।
শ্রীলঙ্কার এই টুর্নামেন্ট আগেই শুরু হয়েছে। হুট করেই লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পান শরিফুল। সরাসরি চুক্তিতে বাংলাদেশি এই পেসারকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি।
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তাওহিদ হৃদয় আগেই যোগ দেন দিয়েছিলেন লঙ্কান এই টি-টোয়েন্টি ক্রিকেট লিগে।