• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বোলারদের আধিপত্যে শেষ হলো অস্ট্রেলিয়া- ভারত সিডনি টেস্টের প্রথম দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৩:২৩ পিএম
বোলারদের আধিপত্যে শেষ হলো অস্ট্রেলিয়া- ভারত সিডনি টেস্টের প্রথম দিন
কোহলির উইকেট নিয়ে বোল্যান্ডের উল্লাস। ছবি: সংগৃহীত

অনেক হিসেবের ম্যাচ। অস্ট্রেলিয়া জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। আর ভারত জিতলে ফাইনালে উঠার সম্ভাবনা জিইয়ে রাখতে পারবে। 

সেই সঙ্গে অস্ট্রেলিয়া জিতলে বোর্ডার- গাভাস্কার ট্রফি লাভ করবে তারা। আর ভারত জয়ী হলে সিরিজ রক্ষা করতে পারবে। কারণ, সিরিজ তখন ড্র থাকবে ২-২ ব্যবধানে। 

সেই কাঙ্খিত সিডনি টেস্টে প্রথম দিনটা ছিল বোলারদের দখলে। ভারতকে ১৮৫ রানে অলআউট করার পর অস্ট্রেলিয়া নিজেরাও মাত্র ৯ রানে ১টি উইকেট হারিয়ে দিন  শেষ করেছে। 

ভারতের ইনিংসে রিশভ পান্ত ৪০, জাদেজা ২৬, বুমরাহ ২২, শুভমান গিল ২০, বিরাট কোহলি ১৭ রান করেন। 

অস্ট্রেলিয়ার বোল্যান্ড ৪টি, মিচেল স্টার্ক ৩টি ও প্যাট কামিন্স ২টি উইকেট লাভ করেন। 

অস্ট্রেলিয়ার ওসমান খাজা ২ রা করে আউট হন বুমরাহ উইকেটটি পান। কনস্টাস ৭ রানে অপরাজিত আছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!