• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

দেশের সম্মান বৃদ্ধিই প্রধান লক্ষ্য, ফেসবুকে জানালেন ফারুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৩:২৫ পিএম
দেশের সম্মান বৃদ্ধিই প্রধান লক্ষ্য, ফেসবুকে জানালেন ফারুক
ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন বিসিবির। ক্রিকেটকে উন্নত করে দেশের সম্মান বৃদ্ধি ও মুখ উজ্জ্বল করাকে প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এই সভাপতি।

বুধবার বিসিবির ফেসবুক পেইজে নিজের ইচ্ছের কথা প্রকাশ করেছেন সাবেক তারকা ব্যাটার ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে তাকে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘লক্ষ্য অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি। দেশের মুখ উজ্জ্বল করা। দলকে একটা জায়গায় (ভালো) দেখতে চাই। কীভাবে দেখব সেটা অনেক বড় একটা ব্যাপার। সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, এসব নিয়ে প্রশ্ন আছে। আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’

ফারুক বলেন, ‘বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা অন্য দিকে যেন সরে না যাই। সুতরাং বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট সব মিলিয়েই এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’

 

Link copied!