• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

টুইটারে মেসি-কোহলিদের ‍‍`ব্লু টিক‍‍` উধাও!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ০৭:২২ পিএম
টুইটারে মেসি-কোহলিদের ‍‍`ব্লু টিক‍‍`  উধাও!

টুইটার বা ফেসবুকে সত্যিকারের অ্যাকাউন্ট সনাক্ত করতে নামের পাশে নীল রংয়ের টিক চিহ্ন দেওয়া থাকে। এতে করে সহজেই কোনটা আসল আর কোনটা নকল সেটা বোঝা যায়। কিন্তু হুট করেই টুইটারে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, বিরাট কোহলিদের আসল অ্যাকাউন্ট থেকেও নীল রংয়ের টিক চিহ্ন উঠে গেছে!

মূলত টুইটারের  নতুন নিয়মের কারণেই এই বিপাকে পড়েছেন তারা। ত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই প্ল্যাটফর্মটিতে  নতুন নতুন সব নিয়ম চালু হয়েছে। কয়েক মাস আগে ব্লু টিকের জন্য এখন মাসে হবে ৮ ডলার পরিশোধের নিয়ম চালু করে টুইটার। সংস্থার জন্য অবশ্য গোল্ড টিক পেতে লাগবে ১০০০ ডলার!

রোনালদো-মেসি-কোহলিরা সেই আট ডলার পরিশোধ না করায় নীল টিক চিহ্ন উঠিয়ে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। শুধু এই দুজনই নয়, পোপ থেকে শুরু করে জে কে রাওলিংয়ের ব্লু টিকও মুছে দিয়েছে টুইটার।

এই নিয়ম চালুর পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। যদিও কোনো সমালোচনাকেই পাত্তা দিচ্ছেন না তিনি।

Link copied!