• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বড় জয়েও দুই হতাশা ইংল্যান্ড মহিলা ফুটবল দলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০২:২৪ পিএম
বড় জয়েও দুই হতাশা ইংল্যান্ড মহিলা ফুটবল দলের
গোল করছেন ইল্যান্ডের জেমস। ছবি: সংগৃহীত

বিরাট জয় পেয়েও ইউরোপিয়ান মহিলা নেশন্স ফুটবল লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো ইংল্যান্ড দল। মঙ্গলবার তারা ৬-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দেয়। ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল ইংরেজ মেয়েরা। সেইসঙ্গে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের টিকিটও লাভ করতে পারলো না তারা। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও হতাশাও ঢেকে গেল তাদের উৎসব। 


ম্যাচের শুরু থেকেই বড় ব্যবধানে জয় পেতে মরিয়া হয়ে খেলে ইংল্যান্ডের মেয়েরা। দলের পক্ষে ম্যাচের ১২ মিনিটের সময় প্রথম গোল করেন গ্রিনউড। এরপর জেমস ৩৮ ও ৩৯ মিনিটে আরও দুটি গোল করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে মিড গোল করলে ইংল্যান্ড এই অর্ধে ৪-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ৪৯ মিনিটে কিরবি এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ব্রোঞ্জ গোল করলে হাফ ডজন গোলের জয় নিশ্চিত হয় ইংরেজ মহিলাদের। আর পুরো ম্যাচে গোল করার কোনো সুযোগই পায়নি স্কটিশ মেয়েরা। তারা শুধুমাত্র ইংল্যান্ডের আক্রমণ প্রতিহত করতেই ব্যস্ত ছিল। 


নেশন্স লিগের ফাইনালে উঠতে পারলেই ইংল্যান্ডের অলিম্পিকে খেলার সুযোগ হতো। কিন্তু তারা তো সেমিফাইনালে উঠার আগেই বিদায় নিল।

 

Link copied!