• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

উইম্বলডনে বড় অঘটন, বিশ্বের এক নম্বর খেলোয়াড় সুয়াতেকের বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৭:৩৫ এএম
উইম্বলডনে বড় অঘটন, বিশ্বের এক নম্বর খেলোয়াড় সুয়াতেকের বিদায়
ইগা সুয়াতেক। ছবি: সংগৃহীত

বছরের তৃতীয় গ্রান্ড স্লাম টেনিস আসর উইম্বলডনে শনিবার রাতে বড় ধরনের এক অঘটন ঘটলো চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর ও শীর্ষ বাছাই ইগা সুয়াতেক। 

বিশ্বের ৩৫ নম্বর নারী খেলোয়াড় ইয়োলা পুতিনসোভা দারুণ খেলে ৪-৬, ৬-১ ও ৬-২ সেটে পোল্যান্ডের সুয়াতেককে পরাজিত করেছেন। গত ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠার পর পুতিনসোভার বড় সাফল্য এবার শেষ ষোলো রাউন্ডে উঠা। 

ম্যাচশেষে পুতিনসোভা বলেন, ‍‍‘আমি সত্যিই খুব খুশি। আমি চেষ্টা করেছি, দ্রুত সব কিছু করা। তাকে কোন সুযোগ না দেওয়া। সেটাই হয়েছে।‍‍’ 

এর আগে পুতিনসোভার বিপক্ষে চার বার মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছিলেন সুয়াতেক। পঞ্চম বারে হেরে গেলেন।

Link copied!