করিম বেনজেমার নতুন ক্লাব আল-ইত্তিহাদ। রিয়াল মাদ্রিদ ছেড়ে একেবারে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন এই ফরাসি। খেলোয়াড় করিম বেনজেমা বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ থেকে তার বড় পদক্ষেপ নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।
ব্যালন ডি`অর জয়ী ফ্রান্স ফরোয়ার্ড বলেছেন, তিনি সবসময় সৌদি আরবে থাকতে চান।
বেনজেমা বলেন, "আমি এখানে এসেছি কারণ আমি মুসলিম এবং এটি একটি মুসলিম দেশ। আমি সবসময় সেখানে থাকতে চেয়েছি। আমি ইতিমধ্যে সৌদি আরবে গিয়েছি এবং আমি এই দেশ সম্পর্কে ভালো অনুভব করছি।"
৩৫ বছর বয়সী বেনজেমা প্রকাশ করেছেন সৌদি আরবে যাওয়ায় তার পরিবারও খুশি।
তিনি বলেন, "আমি যখন আমার পরিবারের সাথে যোগাযোগ করেছি যে আমি সৌদি আরবের ক্লাবের সাথে স্বাক্ষর করছি, তখন তারা সবাই খুব খুশি হয়েছিল এবং আমি জেনে আনন্দিত হয়েছিল যে এখানে আছি।"
বর্তমান সৌদি লীগ চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দেওয়া বেনজেমা তাদের সঙ্গে আরও ট্রফি জিততে চান।
তিনি আরও যোগ করেন, "আমি আমার নতুন ক্লাবের জন্য ভালো কিছু করার আশা করি। আমি আমার ক্লাবকে আরও শিরোপা জিততে সাহঅ্যা করব। এটা আমার জন্য একটি নতুন অধ্যায় এবং আমি ক্লাবটিকে আরও এগিয়ে নিতে চাই। এটি এমন একটি ক্লাব যার সাথে অনেক আবেগ জড়িয়ে আছে।"
ক্রিস্টিয়ানো রোনালদোর পর বেনজেমা হলেন দ্বিতীয় সাবেক ব্যালন বিজয়ী যিনি সৌদি লীগে যোগ দিয়েছেন।