ভারত নারী টেবিল টেনিসে যে অনেক এগিয়ে গেছে, তার প্রমাণ দেশটির এক বাঙালির কাছে পরাজিত হয়েছে বিশ্বের এক নম্বর খেলোয়াড়। পাশাপাশি ভারতের আরেক নারীর কাছে হেরে গেছেন বিশ্বের দুই নম্বর তারকা।
টেবিল টেনিসে বিশ্বের শীর্ষ তারকা খেলোয়াড় চীনের সান ইংশা। তাকে হারিয়ে দিলেন ভারতের ঐহিকা মুখোপাধ্যায়। যেখানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ঐহিকা রয়েছেন ১৫৫ নম্বরে। বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দলগত খেলায় প্রথম সিঙ্গলসে ভারতকে জয় এনে দেন ঐহিকা। ভারত যদিও ২-৩ ব্যবধানে হেরে গেছে চীনের বিরুদ্ধে।
সিঙ্গলসে প্রথম ম্যাচ ছিল ঐহিকার। তিনি ইংশাকে হারিয়ে দেন ১২-১০, ২-১১, ১৩-১১ ও ১১-৬ সেটে। ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন ঐহিকা। ব্যবধান বাড়িয়ে দেন ভারতের সৃজা আকুলাও। তিনি বিশ্বের দু’নম্বর ওয়াং ইডিকে হারিয়ে দেন ১১-৭, ১১-৯ ও ১৩-১১ সেটে। কিন্তু পরের দু’টি ম্যাচেই হেরে যান মনিকা বাটরা। তিনি ইংশা এবং ওয়াং মান্যুর বিরুদ্ধে হেরে যান। মনিকাই ভারতের সেরা টেবিল টেনিস খেলোয়াড়। কিন্তু তিনি পর পর দু’টি ম্যাচ হেরে যেতেই চাপে পড়ে যায় ভারত।
শেষ ম্যাচটি হেরে যান ঐহিকা। বিশ্বের চার নম্বর মান্যুর বিরুদ্ধে সরাসরি সেটে হেরে যান তিনি।