১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ। বুধবার ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন জামাল ভুঁইয়ারা। এবার সেমিফাইনাল নিশ্চিত করাতে ৫০ লাখ টাকা বোনাস পাবে লাল সবুজের দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান।
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমে বলেছেন, ‘প্রেসিডেন্ট ভুটানের ম্যাচের আগেই বলেছিলেন, সেমিফাইনালে যেতে পারলে খেলোয়াড়রা ৫০ লাখ টাকা বোনাস পাবেন। এখন সেটাই তাদের দেওয়া হবে।’
শুধু সেমিফাইনাল নয় কুয়েতকে হারিয়ে ফাইনাল যেতে পারলে বাংলাদেশের জন্য আরও ৫০ লাখ বোনাস প্রস্তুত আছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে বোনাস প্রসঙ্গে জানতে চাইলে বাফুফে সভাপতি বড় কিছুর আশ্বাস দিয়েছিলেন। সেই কথা রাখতেই ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশকে ৫০ লাখ টাকা বোনাস দিচ্ছেন বাফুফে।