• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় দলের সুবিধার্থে এগিয়ে এসেছে বিসিএল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০৪:২৭ পিএম
জাতীয় দলের সুবিধার্থে এগিয়ে এসেছে বিসিএল

প্রাথমিক সূচি অনুযায়ী ২৬ নভেম্বর থেকে মাঠ গড়ানোর কথা ছিল বিসিএলের ১০ম আসরের ওয়ানডে সংস্করণ। নির্ধারিত সময়ের ছয়দিন আগেই মাঠে গড়াবে বিসিএল। জাতীয় দলের সুবিধার্থেই এগিয়ে আনা হয়েছে টুর্নামেন্টটি, এমনটাই জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিসিএলের প্লেয়ার ড্রাফট। সেখান থেকে দলগুলো নিজেদের পছন্দমত খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পেয়েছে।

প্লেয়ার ড্রাফট শেষে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জানান, জাতীয় দলের খেলোয়াড়দের যাতে খেলতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই এগিয়ে এসেছে টুর্নামেন্টের সময়সূচি।

ছয়দিন এগিয়ে টুর্নামেন্ট শুরু হবে ২০ নভেম্বর। কেন এগিয়ে এসেছে বিসিএল তা জানিয়েছে সাজ্জাদুল আলম ববি। তিনি বলেন, “তাড়াহুড়ো না, আমরা ভারতের সাথে যে সিরিজটা থাকতে তাতে প্রস্তুত থেকে যেতে পারে। কয়েকদিন পর আমাদের ইন্টারন্যাশন্যাল ফিক্সচার আছে, সেখানে আমাদের ওডিআই খেলতে হবে। এখানে যদি ম্যাচ সিচুয়েশনে আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা খেলে নিতে পারে তাহলে ওই সিরিজে আমরা ফায়দা পেতে পারি। সেইটা মাথায় চিন্তা রেখেই এটা করা হয়েছে।”

এছাড়াও ভারত সিরিজে জাতীয় দল যে সুবিধা পাবে সেই রকম সুবিধা পাবে সেই সকল সুবিধা থাকবে বিসিএলেও। তা জানিয়ে ববি বলেন, “আর আমরা ওইখানে যা যা করা হবে- যেমন বল থেকে শুরু করে সবকিছু সিমিলার রাখছি, যাতে করে প্লেয়াররা অভ্যস্ত হয়ে উঠে।”

টুর্নামেন্টের উইকেট ব্যাটার ও বোলার, দুই পক্ষই সমান সুযোগ পাবে বলেও জানিয়েছেন ববি। তিনি বলেন, “লিমিটেড ওভারের খেলায় মানুষ আসে কিন্তু রান দেখতে। যদি রান হয় ৮০-৯০ তাহলে মানুষ দেখবে না। আপনারাও হয়তো অনীহা প্রকাশ করবেন। রান যাতে হয়ে, সেদিকে খেয়াল থাকবে। এটা প্রতিদ্বন্দ্বীতামূলক ও স্বচ্ছ হবে। বোলার ও ব্যাটার সবার সুযোগ থাকবে।”

বিসিএলের এবারের আসরের চার দলের মধ্যে তিনটি দলই পরিচালনা করবে বিসিবি। আগেরবারের চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে ওয়ালটন। একমাত্র ইস্ট জোনই আছে বিসিবির বাইরে একটি প্রতিষ্ঠান।

ওয়ানডে সংস্করণের পর দীর্ঘতম সংস্করণের টুর্নামেন্ট কবে আয়োজিত হবে তা এখনও নিশ্চিত হয়নি বলেও জানান সাজ্জাদুল আলম ববি। তবে ডিসেম্বর বা ফেব্রুয়ারির কোনো একসময় আয়োজিত হবে বলেও জানিয়েছেন তিনি।

Link copied!