• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিসিবির নিজস্ব টিভি চ্যানেল খোলার সিদ্ধান্ত, নাম প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৯:৩৭ পিএম
বিসিবির নিজস্ব টিভি চ্যানেল খোলার সিদ্ধান্ত, নাম প্রকাশ

ঘরোয়া ক্রিকেটের তেমন সম্প্রচার হয় না বাংলাদেশে। এছাড়া বিপিএলের সম্প্রচার স্বস্ত্ব নিয়েও বেগ পেতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তাই এবার নিজস্ব টিভি চ্যানেলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নাম হবে ‘বিসিবি টিভি’।

সোমবার (১২ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি জানান, বিসিবির নিজস্ব টিভি চ্যানেলের জন্য আবেদন করা হবে। এই টিভি চ্যানেল পেলে খেলা দেখানোর জন্য আমাদের আর অপেক্ষা করতে হবে না। আন্তর্জাতিক ম্যাচসহ ঘরোয়া ম্যাচগুলোও দেখতে পাবে দর্শক।

সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচার করেনি বাংলাদেশের কোনো চ্যানেল। পরে বাংলাদেশি ভক্তদের আইসিসি টিভির মাধ্যমে খেলা দেখতে হয়। ২০২২ সালে সম্প্রচার স্বস্ত্ব না পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ বিসিবির ফেসবুক পেজে সম্প্রচার করা হয়েছিল।

Link copied!