• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিসিবির নতুন সভাপতি ফারুক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ১১:৫৭ এএম
বিসিবির নতুন সভাপতি ফারুক
ফারুক আহমেদ

বাংলাদশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। 

বুধবার (২১ আগস্ট) ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় তাকে সভাপতি করা হয়।

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মিডিয়া উপ ব্যবস্থাপক জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে বিকাল সাড়ে ৩ টায় সাংবাদিকদের ব্রিফিং করবেন।

এর আগে, ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন বিসিবির দীর্ঘ সময়ের সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবিতে আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন ফারুক আহমেদ।

এর আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন। এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল।

এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল সংস্থাটির মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও। কিন্তু তিনি এখনো পদত্যাগ করেননি।

জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে।


 

Link copied!