আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। বিপিএলের কাউন্সিল বডির চেয়ারম্যান ও প্লেয়ার সেক্রেটারি নিয়োগ তাই সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক শেখ সোহেল ও ইসমাইল হায়দার মল্লিক দীর্ঘদিন ধরে লাপাত্তা। তাদের জায়গায় নতুন পরিচালক নিয়োগও করতে হবে।
বিসিবির আরও অনেক কমিটির প্রধানের পদগুলো শুন্য হয়ে আছে অনেক দিন ধরে। যার মধ্যে রয়েছে অপারেশন কমিটি, মিডিয়া কমিটি ইত্যাদি। এইসব কমিটির প্রধানও ঠিক করতে হবে।
নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিসিবির সভাপতি হন। তার দায়িত্ব নেওয়ার পর বিসিবির সভা হয়েছে তিনটি। তবে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আজ সোমবার বিকেল ৩টায় বিসিবির গুরুত্বপূর্ণ সভা। তাতে অনেক বিষয়েই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
কেউ কেউ বলছেন, সাকিব আল হাসানের বিষয়েও আলোচনা হতে পারে। আবার কেউ কেউ বলছেন, সাকিবকে নিয়ে কোন আলোচনা হবে না।