এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ সুপার এইটে উঠে কৃতিত্ব দেখায়। তবে দলের সবাই আরও সচেষ্ট থাকলে সুপার এইটের তিন ম্যাচেই পরাজিত হতো না বলেই মনে করে সকলে।
বাংলাদেশ যদি সুপার এইটে কমপক্ষে একটি ম্যাচও জিততো, তাহলে একটি বিষয় নিয়ে হয়তো সমালোচনা হতো না বা কথা উঠতো না। তা হলো, বিশ্বকাপ চলাকালে সাকিব আল হাসানের নিউইয়র্কের বাড়িতে বাংলাদেশ দলের সব খেলোয়াড়েরর নিমন্ত্রণ খাওয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এ নিয়ে খুব অসন্তুষ্ট। তিনি নাকি এর কৈফিয়ত চাইবেন দলের খেলোয়াড়দের কাছে। বিশেষ করে সাকিবের কাছে।
পাপন বলেছেন, ‘এমনটি তো হওয়ার কথা ছিল না। সাকিব সহ সকলের কাছে জানতে চাওয়া হবে নিয়ম ভেঙে কেন তারা এমন কাজটি করলো।’
উল্লেখ্য, দল গঠন ও প্রথম সারির ব্যাটারদের সীমাহীন ব্যর্থতার পরও বোলারদের কৃতিত্বে বাংলাদেশ গ্রপপর্বে চার ম্যাচের মধ্যে শুধুমাত্র একটি ম্যাচে হেরেছে, জিতেছে বাকি তিনটিতে। দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হারে টাইগাররা। আর শ্রীলঙ্কাকে ২ উইকেটে, নেদারল্যান্ডসকে ২৫ রানে এবং নেপালকে ২১ রানে পরাজিত করে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষআটে উঠে বাংলাদেশ। কিন্তু সুপার এইটের তিন ম্যাচেই হেরে যায়।