• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

সাকিবের পাশে দাড়াবে না বিসিবি, জানালেন ফারুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১০:০৫ পিএম
সাকিবের পাশে দাড়াবে না বিসিবি, জানালেন ফারুক
ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

খুব কঠিন সময় চলছে অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনে।  বাংলাদেশের এই ক্রিকেট তারকার ইচ্ছে ছিল, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলে এই ফরম্যাট থেকে বিদায় নেওয়া। দেশের মাটিতে দেশের দর্শকদের সামনে শেষ টেস্ট খেলে বিদায়টা স্মরণীয় করে রাখা। তিনি চেয়েছিলেন, তার নিরাপত্তা দেওয়া হোক আর  দেশের বাইরে যাওয়ার নিশ্চয়তা আসুক। তিনি তার জন্য বৃহস্পতিবার ভারতের কানপুরে এক সংবাদ সম্মেলনে এই আবদারটাও করেন বিসিবির কাছে। যেহেতু তার এই আবেদনের জায়গাও তো বিসিবি। কিন্তু একই দিন আরও পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানালেন অন্য কথা। তিনি বললেন, ‍‍`বিসিবি সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না। বিসিবি তো পুলিশ বা অন্য কোন নিরাপত্তা বাহিনী নয়। যারা দেশের সার্বিক নিরাপত্তা বিধান করেন, এটা তাদের দায়িত্ব। এটা মূলত, সরকারের সংশ্লিষ্ট বিভাগের এখতিয়ার।‍‍` সাকিবের দেশের জন্য বিরাট অবদানের কথা চিন্তা করে বিসিবির সভাপতি বলতে পারতেন, সাকিবের নিরাপত্তার বিষয়টিতে তাদের সমর্থন রয়েছে। ফারুক না বললেও আমরা সবাই জানি, বিসিবি নিরাপত্তা বাহিনী নয়। কিন্তু ফারুক সাকিবের আবেদনের পরিপ্রেক্ষিতে তার প্রতি কোন সহানুভূতি জানালেন না। ফারুক বিসিবির কোন নির্বাচিত সভাপতি নন, তিনি জানেন কীভাবে সভাপতি হয়েছেন। সেখানে একজন বিশ্ব বরেণ্য ক্রিকেটারের আবেদনের কি উত্তর দিতে হয়, সেটাও ফারুক জানেন না। তার এমন মন্তব্যের কারণে সাকিবের মতো খেলোয়াড়ের শেষ চাওয়াটা হয়তো পূরণ হবে না।

Link copied!