• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

একজন নয়, দু‍‍`জন কোচ নিয়োগ দেবে বিসিবি?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৪:৩২ পিএম
একজন নয়, দু‍‍`জন কোচ নিয়োগ দেবে বিসিবি?
ফাইল ছবি

চলতি বছরের এশিয়া কাপ থেকেই দুইজন কোচের অধীনে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট। টি-টোয়েন্টি থেকে রাসেল ডমিঙ্গোকে সরিয়ে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাকি দুই ফরম্যাটে রাসেল ডমিঙ্গোই দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন।

তবে ডমিঙ্গো বুধবার (২৮ ডিসেম্বর) ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের হেড কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হওয়া শ্রীরামের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে কিছুই জানায়নি বিসিবি।

ফলে কার্যত এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোচ বিহীন অবস্থাতে রয়েছে। ডমিঙ্গোর বিদায়ের পর নতুন কোচ খোঁজার চেষ্টা করছে বিসিবি। নতুন কোচের জন্য বেশ কয়েকজনের সাথে ইতিমধ্যে কথাও বলেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শোনা যাচ্ছিল, শ্রীরামকে সব ফরম্যাটের কোচ করা হতে পারে। তবে এবার ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস বলছেন, টি-টোয়েন্টি এবং ওয়ানডে-টেস্টের জন্য আলাদা কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে বিবেচনা করছে বিসিবি।

জালাল ইউনুস বলেন, “টি-টোয়েন্টির জন্য আমরা  একজন আর টেস্ট-ওয়ানডের জন্য আরেকজন কোচকে নিয়োগ দেওয়ার কথা ভাবছি। এজন্য কয়েকজনের সঙ্গে আমাদের আলোচনাও চলছে। সব কিছু ঠিক হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।”

এর আগে সাদা ও লাল বলের জন্য আলাদা কোচ নিয়োগ দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার ইংলিশদের দেখানো পথে হাটতে পারে বাংলাদেশও।  

Link copied!