• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে বিসিবির শোক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৩:২৮ পিএম
স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে বিসিবির শোক

বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি একাধারে স্থপতি, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী ছিলেন। ক্রীড়াক্ষেত্রে তার অবদানের কারণে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, "বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন অনেক গুণের অধিকারী ছিলেন। ক্রিকেটের প্রতি তার আবেগ ছিল। বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করতেন। তিনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতেন এবং কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য তার মূল্যবান পরামর্শ দিতেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি মোবাশ্বের হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।"

ক্রীড়া সংগঠক হিসেবে বেশ সুনাম ছিল মোবাশ্বের হোসেনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ছিলেন তিনি। বেশ সফলতার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। 

Link copied!