• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শ্রীরামের ভবিষ্যৎ নিয়ে এখন সিদ্ধান্ত নেয়নি বিসিবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০৪:৪৫ পিএম
শ্রীরামের ভবিষ্যৎ নিয়ে এখন সিদ্ধান্ত নেয়নি বিসিবি
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন

 টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানোর অংশ হিসেবে টেকনিক্যাল কনস্যালট্যান্ট হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চুক্তি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষেই ম্যাচই ছিল শ্রীরামের শেষ দিন।

এরপরই বাংলাদেশ ক্রিকেটে শ্রীরামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অধিনায়ক সাকিব আল হাসান কয়েকদিন আগে বলেছিলেন, শ্রীরামের সঙ্গে কাজ করে দলের উন্নতি হয়েছে। ক্রিকেটাররাও তার প্রতি বেশ সন্তষ্ট।

সাকিব এও আশা করেছিলেন যে, শ্রীরাম লম্বা সময়ের জন্য টাইগারদের সঙ্গে কাজ করবেন। তবে আদৌ শ্রীরামের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে কিনা এ বিষয়ে  বিসিবি এখনও কোনো সিদ্দ্বান্তে পৌছাতে পারেনি বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

সোমবার (৭ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল। তবে মঙ্গলবার (৮ নভেম্বর) কেউই মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেননি।

শুধুমাত্র মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ এসেছিলেন কিছুক্ষণের জন্য। সেটাও ব্যক্তিগত কাজে এবং দ্রুত সময়ের মধ্যে তারা স্টেডিয়াম ছেড়ে গেছেন।

এরপর বিসিবি প্রধান নির্বাহী সুজন মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানে তার কাছে শ্রীরামের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে পরিষ্কার করে কিছু বলতে পারেননি।

সুজন বলেন, “শ্রীরামের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছিল। এর পরের ব্যাপারটা সম্পূর্ণ পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।”

শ্রীরামের ভবিষ্যৎ নিয়ে এখনই কথা বলতে চান না সুজন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে জানানো হবে বলেও জানান তিনি।

“এখন হ্যাঁ বা না বোলার জন্য সঠিক সময় না। মাত্র বিশ্বকাপ শেষ হয়েছে, দল দেশে ফিরেছে। এটা নিয়ে সিদ্ধান্ত হলে জানানো হবে” যোগ করেন সুজন।

Link copied!