• ঢাকা
  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

বিসিবি ছাড়ার ইঙ্গিত দিলেন পাপন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ১১:৩৩ এএম
বিসিবি ছাড়ার ইঙ্গিত দিলেন পাপন

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নাজমুল হাসান পাপনের নাম। বহু বছর ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ আগলে আছেন তিনি। তবে এবার সংস্থাটি ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন পাপন। দেশের ক্রিকেটের প্রতি আলাদা দরদ আছে- এ কথা মানবেন খোদ কড়া সমালোচকও। তার সময়ে ক্রিকেটে বাংলাদেশ চোখে পড়ার মতো উন্নতি করেছে। এমনকি এখন যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই টাইগাররা জয়ের আত্মবিশ্বাস রাখে। এ ক্ষেত্রে পাপনের অবদান অস্বীকার করার উপায় নাই।

কিন্তু বিসিবি সভাপতিকে কেবল বাংলাদেশ ক্রিকেট বোর্ডই না, আরও অনেককিছু সামলাতে হয়। তাই তিনি ইঙ্গিত দিলেন বিসিবি ছাড়ার।

গত কাল শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন বলেন, "আমার পারিবারিক ঐতিহ্য রাজনীতি, আমিও রাজনীতির সঙ্গে আছি, থাকব। ফার্মাসিউটিকালের সঙ্গে জড়িত। এছাড়া আরও অন্তত ২০টি কাজের ক্ষেত্র আছে যেখানে আমাকে সময় দিতে হয়। কিন্তু ক্রিকেট আমার সব সময় নিয়ে নিচ্ছে। আমি মনে করি এখন আমার সরে যাওয়ার সময় হয়েছে। অন্য জায়গায় আমার সময় দেওয়াও দায়িত্ব।" 

Link copied!